JanaSoftR

Tuesday, 12 December 2017

ত্রিপুরায় কালী মন্দিরে ভাঙচুর, কালী ও শিবমূর্তির চুল ছিঁড়ে মাটিতে



ত্রিপুরায় কালী মন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। 11 Dec রাতে গোমতী জেলার জামজুরি এলাকার একটি কালী মন্দিরে ভাঙচুর চালানো হয়। কালী ও শিবমূর্তির চুল ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। পুজোর সামগ্রী ভেঙে দেয়। সকালে স্থানীয়রা ঘটনাটি দেখতে পায়।

ক্ষুব্ধ এলাকাবাসী উদয়পুর-সোনামুড়া সড়ক অবরোধ করে। প্রায় দু’ঘণ্টা চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থানে আসে কাঁকড়াবন থানার পুলিশ। বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলা হয়। দোষীদের গ্রেপ্তারের আশ্বাসও দেওয়া হয়েছে।

এদিকে, দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার গাবুরছাড়া মগপাড়ায় 11 Dec রাতে কালী মন্দিরে ভাঙচুর চালানো হয়। সেখানেও কালীমূর্তি ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘটনা প্রসঙ্গে এলাকাবাসীরা বলছেন, এটা শাসকদলের চাল। দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা বাধানোর চেষ্টা করছে। রাজ্যে BJP বৃদ্ধি পাচ্ছে। তাদের ঠেকাতে এসব পরিকল্পনা নিচ্ছে CPI(M)। 
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment