JanaSoftR

Wednesday, 22 March 2017

সোনিয়া গান্ধীর ‘কাছের লোক’ এসএম কৃষ্ণকে টেনে নিল পদ্ম শিবির



 দক্ষিণ ভারতে শক্তিহীন বিজেপি নিজেদের ঘর গোছাতে তৎপর৷ সেই লক্ষ্যে একদা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ‘কাছের লোক’ এসএম কৃষ্ণকে টেনে নিল পদ্ম শিবির৷ অশীতিপর এই কংগ্রেস নেতা বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷

এসএম কৃষ্ণ দক্ষিণ ভারতে কংগ্রেসের অন্যতম নেতা৷ বিদেশমন্ত্রী হয়েছেন৷ ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী৷ ৮৪ বছরের কৃষ্ণকে দলে সামিল করে দক্ষিণ ভারতের রাজনীতিতে কংগ্রেসকে বড় ধাক্কা দিল বিজেপি৷ এমনই মনে করছেন বিশেষজ্ঞরা৷ কারণ কর্ণাটক কংগ্রেস শাসিত৷ গত বিধানসভা নির্বাচনেও এস এম কৃষ্ণ দলকে জিতিয়ে আনতে বড় ভূমিকা নিয়েছিলেন৷ রাজ্য বিধানসভায় ২২৫টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে ১২১টি৷ বিজেপি ৪৪টি আসন পেয়েছে৷

উত্তরপ্রদেশ, মণিপুর, গোয়াতে ক্ষমতা দখলের পর বিজেপির লক্ষ্য দক্ষিণে তাদের ক্ষমতা বাড়িয়ে তোলা৷ কেরলে ক্ষমতাসীন সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ৷ তামিলনাড়ুর ক্ষমতায় এআইএডিএমকে৷ অন্ধ্রপ্রদেশ টিডিপি দখলে৷ তেলেঙ্গানায় আছে টিআরএস৷আর পুডুচেরিতে কংগ্রেস৷ সবমিলে দক্ষিণ ভারতে বিজেপি শক্তিহীন৷ তাই লক্ষ্য কর্ণাটক দখল৷ বিশেষজ্ঞদের ধারণা, সেই কারণে এস এম কৃষ্ণের মত অভিজ্ঞ কংগ্রেস নেতাকে দলে টেনে এনেছেন মোদী-অমিত শাহ জুটি৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment