এখন টেলিভিশনের বেশিরভাগ চ্যানেলে প্রায় সারাদিন ধরেই চলছে একের পর এক সিরিয়াল৷ ছোটপর্দায় বাংলা-হিন্দি এই ধারাবাহিকে ক্রমশ আসক্ত হচ্ছেন বিশেষত মহিলারা৷ দুপুর হোক কিংবা সন্ধ্যে পছন্দের সিরিয়াল দেখতে অনেকেই বাড়ির কাজ ফেলে বসে পড়ছেন টিভির সামনে৷ কিন্তু সিরিয়ালগুলোকেই সামাজিক অবক্ষয়ের কারণ মনে করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সম্প্রতি ‘ফিকি-ফ্লো, কলকাতা’ আয়োজিত ‘ফ্লো অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল সেল’ শীর্ষক এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি৷
রাজ্যপালের মতে, কীভাবে পরিবারের অন্যকে হেনস্থা করা যায়, কীভাবে অন্যের সংসার ভাঙা যায়, বাবা-মায়ের সঙ্গে ছেলের কিংবা বউয়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব সৃষ্টি করা যায় তার মন্ত্র সিরিয়াল থেকেই আমাদের সমাজে ঢুকছে। এই সিরিয়ালের প্রভাবে আমাদের সমাজ ভীষণরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ এনিয়ে অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করছেন তিনি৷
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই রাজ্যপালের বক্তব্য সমর্থন করেছেন। তাঁদের পর্যবেক্ষণ, বাংলা বা হিন্দি সিরিয়ালে বাড়ির মেয়ে, বৌ, শাশুড়ি এবং অন্য অনেক মহিলা চরিত্র এমন ভাবে তুলে ধরা হচ্ছে, যা সমাজে শিক্ষামূলক বা বিনোদনমূলক কোনও বার্তাই পাঠায় না। জনসমক্ষে এমন কিছু ছবি তুলে ধরা উচিত, যা নারীসমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু বেশির ভাগ সিরিয়ালে যা দেখানো হয়, তাতে মহিলাদের সম্মান তো বাড়েই না, উল্টে কমে যায়।
0 comments:
Post a Comment