JanaSoftR

Sunday, 12 March 2017

গোয়ায় সরকার গঠন বিজেপির, মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর পার‌রিকর



  ৪০-এর মধ্য ১৩টি আসন পেয়েও গোয়ায় সরকার গড়তে চলেছে বিজেপি। মনোহর পার‌রিকর-কে মুখ্যমন্ত্রী করে গোয়ায় সরকার গড়বে তারা। রবিবার রাত ৮টা নাগাদ রাজভবনে ৩ নির্দল বিধায়ক এবং বাকি দুই ছোট দলের সমর্থনের চিঠি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন পার‌রিকর।

 মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (MGP), গোয়া ফরওয়ার্ট পার্টি (GFP) এবং তার সঙ্গে ৩ নির্দল বিধায়কের সমর্থনপত্র নিয়ে রাজভবনে যান প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার‌রিকর। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বলেন, ‘গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে তাঁকে প্রতিরক্ষা মন্ত্রী পদে ইস্তফা দিতে হবে। MGP এবং GFP জানিয়েছিল, যদি মনোহর পাররিকর মুখ্যমন্ত্রী হন তবে বিজেপি-কে তারা নিঃশর্ত সমর্থন করবেন।’



 সেই মতো রবিবার সকালে একটি জরুরি বৈঠকে পাররিকরকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নেয় বিজেপি। তার মধ্যে অবশ্য ছোট দলগুলির সঙ্গে কথাবার্তাও চলে। রাতের মধ্যে ২২ বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন পাররিকর।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment