উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে ১০টি অজানা তথ্য পড়ুন এই প্রতিবেদনে-
১. ১৯৯৮ সালে ২৬ বছর বয়সে গোরখপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জেতেন যোগী আদিত্যনাথ৷ তিনিই ১২তম লোকসভার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন৷ গোরখপুর থেকে ৫ বার সাংসদ হয়েছেন যোগী আদিত্যনাথ৷
২. ২০১৪ লোকসভা ভোটে প্রায় ১,৪২,৩০৯ ভোটে যেতেন তিনি৷ নিজের নির্বাচনী কেন্দ্রে তাঁর চেয়ে জনপ্রিয় অন্য কোনও নেতা নেই৷
৩. নানা সময় নানা বিতর্কিত মন্তব্যের জন্য তিনি শিরোনামে এসেছেন৷ হিন্দু মহাসভার প্রেসিডেন্ট মহন্ত অবৈদ্যনাথের স্থলাভিষিক্ত হন যোগী আদিত্যনাথ৷
৪. তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, অন্য ধর্মের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করাই তাঁর মূল লক্ষ্য৷
৫. ২০০৫-এ একটি জনসভায় তিনি বলেন, উত্তরপ্রদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত না করা পর্যন্ত আমি শান্ত হব না৷” এরকম বিতর্কিত মন্তব্যের পরেও তাঁর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে৷
৬. যোগী আদিত্যনাথের আসল নাম অজয় সিং৷ সন্ন্যাসী হওয়ার পর তিনি নাম পাল্টান৷ তাঁর বিএসসি ডিগ্রি রয়েছে৷ সংসদে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে একাধিকবার সরব হয়েছেন৷
৭. ২০০৭-এ গোরখপুর দাঙ্গার সময় তাঁকে জেলে যেতে হয়৷
৮. এই বিজেপি সাংসদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ঝুলে রয়েছে৷ দাঙ্গায় ইন্ধন জোগানো, নিজের কাছে বেআইনি অস্ত্র রাখার মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷
৯. উত্তরপ্রদেশের যুবকদের নিয়ে যোগী আদিত্যনাথ তৈরি করেছেন ‘হিন্দু যুব বাহিনী’৷ তবে ওই সংগঠনের বিরুদ্ধেও আইন নিজেদের হাতে তুলে নেওয়ার মতো অভিযোগ রয়েছে৷
১০. তবে বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক সবসময় মধুর থাকেনি৷
0 comments:
Post a Comment