JanaSoftR

Wednesday, 8 March 2017

ভারতের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে



ক্রয়ক্ষমতার সাপেক্ষে ২০৪০ সালে ভারতের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে৷ পরমার্শদাতা সংস্থা প্রাইসওয়াটার হাউসকুপার্স এমনই রিপোর্ট দিয়েছে৷মোদী সরকারের নোট বাতিলের ফলে গত নভেম্বরে বাজারে থাকা মোট  অর্থের ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের জেরে  অভ্যন্তরীণ মোট উৎপাদন( জিডিপি)-এর হার কিছুটা নেমে আসে ৭.১ শতাংশে যেখানে  ২০১৫-১৬তে ছিল ৭.৯শতাংশ৷তবে বিশ্লেষকরা আশা করছেন ২০১৭-১৮ সালে ফের চাহিদা বাড়বে৷

এরফলে ২০৪০ সালে ক্রয় ক্ষমতার সাপেক্ষে  অভ্যন্তরীণ মোট উৎপাদন গিয়ে দাঁড়াবে ৩০ ট্রিলিয়ন ডলার যেখানে ২০১৬ সালে অংকটা ছিল ৮.৭ ট্রিলিয়ন ডলার৷ ওই সময়ের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রে  ক্রয় ক্ষমতার সাপেক্ষে  অভ্যন্তরীণ মোট উৎপাদন হবে  ১৮.৬ ট্রিলিয়ন ডলার থেকে ২৮.৩ ট্রিলিয়ন ডলার৷‘দ্য ওয়ার্ল্ড ইন ২০৫০’ শীর্ষক প্রতিবেদনে  প্রাইসওয়াটার এমনই রিপোর্ট দিচ্ছে ৷এদিকে যথারীতি ২০৪০ সালেও চিন এই তালিকায় শীর্ষে থাকবে  ২১.৩ ট্রিলিয়ন ডলার থেকে ৪৭.৪ ট্রিলিয়ন ডলার পৌঁছে ৷

এদিকে ২০৫০ সালের মধ্যে চিনের  ক্রয় ক্ষমতার সাপেক্ষে  অভ্যন্তরীণ মোট উৎপাদন গিয়ে দাঁড়াবে ৫৮.৫ ট্রিলিয়ন ডলার এবং তারপরেই তালিকায়  ভারত (৪৪.১  ট্রিলিয়ন ডলার) ও মার্কিন যুক্তরাষ্ট্র ( ৩৪.১ট্রিলিয়ন ডলার) থাকবে ৷ তবে ২০১৬ সালে ভারতের অভ্যন্তরীণ মোট উৎপাদনের পরিমাণ ২.৩ ট্রিলিয়ন ডলার যেখানে চিনের ১১.৪  ট্রিলিয়ন ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮.৬  ট্রিলিয়ন ডলার৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment