JanaSoftR

Thursday, 30 March 2017

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাবে কি বলল কেন্দ্র?



পশ্চিমবঙ্গের নাম পালটে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিল রাজ্য তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যের সে প্রস্তাব খারিজ করে দিল কেন্দ্র।

প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে বাংলা নামের মিল আছে। তাই কূটনৈতিক সমস্যা হতে পারে। এই যুক্তি দেখিয়ে মমতার প্রস্তাবে জল ঢালল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক।

পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রশাসনিক কাজে সুবিধার জন্য পশ্চিমবঙ্গের নাম বদলে এমন কোনও নাম রাখা হোক যা ইংরাজি, বাংলা এবং হিন্দি ভাষার নিরিখে একই থাকবে। উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়েছে উত্তরপ্রদেশ, গুজরাতের মতো নাম।

গত বছর বিধানসভায় একটি অধ্যাদেশ পাস হয় যেখানে বলা হয়, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলায় ‘বাংলা’, ইংরাজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’ করা হবে। কেন্দ্রের অনুমোদনের জন্য তা পাঠানো হয়েছিল। রাজ্য সরকার এই নাম পরিবর্তনের সমর্থনে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কারণের ব্যাখ্যা দিয়েছিল।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment