ভারতে যখন সার্টিফিকেশন নিয়ে ঝামেলা, ঠিক তখনই আমস্টারডামে পুরস্কার জিতে সেনসর বোর্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানাল, ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’। অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত এই ছবি ‘দশম সিনেমেশিয়া আমস্টারডাম চলচ্চিত্র উৎসবে’ দর্শক মনোনিত সেরা ফিচার ফিল্মের পুরস্কারটি জিতে নিল।
বোরখার নীচে যে রোজি ঠোঁটে রোজ লিপস্টিক লাগায়, তা কারও নজরেই আসত না। রোজির ধর্ম এতটাই কড়া। সেই ধর্মের বাঁধ ভেঙে ভোপালের ঝুপড়ি গলির চার সাধারণ নারীর কাহিনি নিয়ে তৈরি হয়েছে ছবি।
প্রযোজক প্রকাশ ঝা এই পুরস্কার হাতে পেয়ে বেশ খুশি। তাঁর মতে, “চারটে সাদামাটা মহিলার গল্প গোটা বিশ্বের মানুষের মন জিতে ফেলেছে। আর এটা আমাদের চতুর্থ আন্তর্জাতিক পুরস্কার। আমি বিশ্বাস করি দেশের মানুষের জন্য এই ছবি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের মানুষকেও লিপস্টিক আন্ডার মাই বুরখা দেখার সুযোগ করে দেওয়া উচিত।” পরিচালক অলঙ্কৃতা বলছেন, “এই ছবি নিয়ে আমরা যখন দেশে লড়াই করছি, সিনেমেশিয়া আমস্টারডাম চলচ্চিত্র উৎসবের এই পুরস্কার আমাদের মনোবল আরও বাড়িয়ে দিল। দর্শক এই ছবিকে শ্রেষ্ঠ হিসাবে বেছে নিয়েছেন, সেটা আমার কাছে যেরকম মস্ত বিষয়, একই সঙ্গে খুশিরও।”
গ্লাসগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জেন্ডার ইকোয়ালিটি বিভাগে ‘অক্সফাম’ পুরস্কার রয়েছে লিপস্টিক আন্ডার মাই বুরখার ঝুলিতে। এছাড়াও কঙ্কনা সেনশর্মা ও রত্না পাঠক শাহ অভিনীত এই ছবি প্যারিস, স্টকহোম, ক্যারিও, মিয়ামি, লস অ্যাঞ্জেলস, ক্লিভল্যান্ড এবং লন্ডন এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। তবে দেশের মানুষ কবে এই ছবি দেখতে পাবেন সেই দিকে তাকিয়ে বসে আছেন ছবির পরিচালক, প্রযোজক থেকে কলাকুশলীরা সকলে।
0 comments:
Post a Comment