JanaSoftR

Friday, 17 March 2017

নারদ কাণ্ডের তদন্তভার সিবিআই- ভিডিও বিকৃত নয় রায় কলকাতা হাইকোর্টের



নারদ কাণ্ডের প্রাথমিক তদন্ত করবে সিবিআই। জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ।

আদালত নির্দেশ দেয় আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মামলার সমস্ত নথি সিবিআইকে তুলে দিতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক অনুসন্ধান করে সেই রিপোর্ট আদালতকে দিতে হবে।

একই সঙ্গে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, অভিযুক্ত পুলিশ অফিসার এসএমএইচ মির্জাকে সাসপেণ্ড করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার।

রায় পড়তে শুরু করার সময়ই বিচারপতি মাত্রে জানিয়ে দেন, নারদ নিউজের স্টিং অপারেশনের ফুটেজ বিকৃত করা হয়নি। চন্ডীগড়ের ফরেন্সিক পরীক্ষাগারে এই ফুটেজ দু’বার করে পরীক্ষা করা হয়েছিল।

এই স্টিং অপারেশনে যে রাজ্যের মন্ত্রী ও নেতাদের ঘুষ নিতে দেখা যাচ্ছে, তার তদন্তের প্রয়োজন। কারণ, রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ এর সঙ্গে জড়িত। পুলিশ তাঁদের সঠিক তদন্ত করেনি বলেও বিচারপতিরা জানান।

গণতন্ত্রের পক্ষে এটি একটি বিপদ। দুর্নীতি বড় অপরাধ। সমাজের পক্ষে ক্ষতিকারক বলেও মন্তব্য করেন বিচারপতিরা।

দেখুন আইনজীবীরা কী বলছেন:—






JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment