JanaSoftR

Wednesday, 22 March 2017

নিষিদ্ধ হল গুটখা-পানমশলা



রাজ্যের সমস্ত সরকারি অফিসে পান মশলা ও গুটখা নিষিদ্ধ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার লখনউ এ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অফিসে কোনরকম পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ যান। সেই অফিসের দেওয়ালেই পানের পিকের দাগ দেখে তৎক্ষণাৎ পান মশলা নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন যোগী।

লখনউ এর এই অফিসেই বসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এখন লোক ভবনে বসেন। এদিন অফিসে সিঁড়ির দেওয়ালে পানের পিক দেখে অত্যন্ত রেগে যান যোগী। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ ময়ূর্য জানান যে, মুখ্যমন্ত্রী সমস্ত সরকারি বিল্ডিং ও অফিসে পান মশলা ও গুটখা নিষিদ্ধ করেছেন। তিনি জানান যে যোগী সরকারি অফিসগুলিতে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বলেছেন।


এছাড়াও নাইট ক্লাব ও মাদকেও নিষেধাজ্ঞা জারি করেছে। আর বুধবার থেকেই কাজ শুরু করেছে অ্যান্টি রোমিও স্কোয়াড।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment