উত্তরপ্রদেশে মোদি সুনামির পর BJP-র পাখির চোখ পশ্চিমবঙ্গ। বলছে রাজনৈতিক মহল। তাদের মত, TMC-কে বেগ দিতে চেষ্টার কসুর করতে বাকি রাখবে না BJP। আর সেই প্রক্রিয়া শুরু হবে আগামী পঞ্চায়েত নির্বাচন থেকেই। তবে রাজনৈতিক মহলের যারা যাই বলুক না কেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় BJP-কে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, ভেদাভেদের রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না।
পরবর্তী জেলা পরিষদ, বিধানসভা নির্বাচনে BJP কি TMC-কে বেগ দেবে ? উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেন, “ ওরা পারবে না...পারবে না। আপনারা কী মনে করেন ? এখন বাংলায় ওদের ৩ থেকে ৪ জন পার্টি সদস্য। তাহলে সমস্ত আসন ওরা দখল করবে কী করে ? জোর করে ?”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “যদি BJP পশ্চিমবঙ্গকে টার্গেট করে, তৃণমূল কংগ্রেস গোটা ভারতকে টার্গেট করবে। যদি ওরা বাংলা, ওড়িশা, বিহারকে টার্গেট করে, আমরা সবদিকে এগোব।”
BJP-র বাংলা দখলের আশায় জল পড়বে, ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রীর মত, পশ্চিমবঙ্গ সে জায়গা নয়, যেখানে ভেদাভেদের রাজনীতি কাজ করবে। বলেন, “বাংলার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। বাংলা সে জায়গা নয়, যেখানে আপনি বিভাজন ঘটিয়ে যা খুশি বলবেন আর মানুষ সেগুলো শুনে চলবে।”
কিছুদিন আগে BJP-র তরফে জানানো হয়, রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ১৫ এপ্রিলের পর রাজ্যে বেশ কয়েকটি জনসভা করতে পারেন। দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সায়ন্তন বসু বলেন, পশ্চিমবঙ্গে কলঙ্কের সরকারকে সরিয়ে BJP-কে ক্ষমতায় আনতে সচেষ্ট তারা।
0 comments:
Post a Comment