আজ সিদ্ধান্ত হল না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও তিনদিন। আজ দিল্লিতে BJP-র সদর দপ্তরে বৈঠকে বসে দলের সংসদীয় বোর্ড। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক হবে ১৬ মার্চ। সেদিনের BJP-র পরিষদীয় দলের বৈঠকের জন্য অবজ়ার্ভার করা হয়েছে অনিল জৈন ও কৈলাশ বিজয়বর্গীয়কে। তবে, সংসদীয় দলই সিদ্ধান্ত নেবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন।
উত্তরপ্রদেশ নির্বাচনে বিশাল সাফল্য পেয়েছে BJP। ৪০৩ আসনের মধ্যে ৩২৫টি এসেছে তাদের দখলে। আর এরপরই জল্পনা শুরু হয়েছে উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে। আপাতত সামনে আসছে বেশ কয়েকটি নাম। এরমধ্যে উল্লেখযোগ্য হলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের BJP প্রেসিডেন্ট কেশব প্রসাদ মৌর্য, যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা, সিদ্ধার্থনাথ সিং, দীনেশ শর্মা ও মহেশ শর্মা।
0 comments:
Post a Comment