ম্যাজিক ফিগার পেয়ে গেল BJP। মণিপুরে সরকার গঠন এবার শুধু সময়ের অপেক্ষা। এর আগে BJP-কে সমর্থনের কথা জানিয়েছিল ন্যাশনাল পিপলস পার্টি (NPP), নাগা পিপলস ফ্রন্ট (NPF) ও লোক জনশক্তি মোর্চা (LJP)। তাও, ম্যাজিক ফিগারে পৌঁছতে দরকার ছিল আরও একটি আসন। আর আজ সন্ধেয় অ্যান্ড্রো কেন্দ্রের কংগ্রেস বিধায়ক শ্যামকুমার সিং BJP-তে যোগ দেন। তার জেরেই BJP-র বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩১-এ। এবার সরকার গড়ার দাবি জানাবে তারা।
এর আগে NPP প্রেসিডেন্ট কোঁরাদ সাংমা বলেছিলেন, তাদের ৪ বিধায়ক সরকার গড়ার ক্ষেত্রে BJP-কে সমর্থন করবে। কারণ, কেন্দ্রে BJP-র সঙ্গেই তাদের জোট রয়েছে।
NPF-ও জানিয়ে দিয়েছে, তাদের ৪ বিধায়ক BJP-কে সমর্থন করবে। LJP-র এক বিধায়ক সরকার গড়তে BJP-র পাশে দাঁড়াবে বলে জানিয়েছে। আর BJP-র দখলে রয়েছে ২১টি আসন। তবে, মণিপুরে মোট ৬০টি বিধানসভা কেন্দ্র। তাই, সরকার গড়তে গেলে দরকার ছিল ৩১ বিধায়কের। BJP-র হাতে সবমিলিয়ে ছিল ৩০ জন বিধায়ক। আজ কংগ্রেস ছেড়ে এক বিধায়ক BJP-তে যোগদান করলেন। ফলে ম্যাজিক ফিগারে পৌঁছে গেল BJP। কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ২৭-এ।
0 comments:
Post a Comment