JanaSoftR

Sunday, 12 March 2017

ম্যাজিক ফিগার পেয়ে গেল BJP। মণিপুরে সরকার গঠন এবার শুধু সময়ের অপেক্ষা।



ম্যাজিক ফিগার পেয়ে গেল BJP। মণিপুরে সরকার গঠন এবার শুধু সময়ের অপেক্ষা। এর আগে BJP-কে সমর্থনের কথা জানিয়েছিল ন্যাশনাল পিপলস পার্টি (NPP), নাগা পিপলস ফ্রন্ট (NPF) ও লোক জনশক্তি মোর্চা (LJP)। তাও, ম্যাজিক ফিগারে পৌঁছতে দরকার ছিল আরও একটি আসন। আর আজ সন্ধেয় অ্যান্ড্রো কেন্দ্রের কংগ্রেস বিধায়ক শ্যামকুমার সিং BJP-তে যোগ দেন। তার জেরেই BJP-র বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩১-এ। এবার সরকার গড়ার দাবি জানাবে তারা।

এর আগে NPP প্রেসিডেন্ট কোঁরাদ সাংমা বলেছিলেন, তাদের ৪ বিধায়ক সরকার গড়ার ক্ষেত্রে BJP-কে সমর্থন করবে। কারণ, কেন্দ্রে BJP-র সঙ্গেই তাদের জোট রয়েছে।




NPF-ও জানিয়ে দিয়েছে, তাদের ৪ বিধায়ক BJP-কে সমর্থন করবে। LJP-র এক বিধায়ক সরকার গড়তে BJP-র পাশে দাঁড়াবে বলে জানিয়েছে। আর BJP-র দখলে রয়েছে ২১টি আসন। তবে, মণিপুরে মোট ৬০টি বিধানসভা কেন্দ্র। তাই, সরকার গড়তে গেলে দরকার ছিল ৩১ বিধায়কের। BJP-র হাতে সবমিলিয়ে ছিল ৩০ জন বিধায়ক। আজ কংগ্রেস ছেড়ে এক বিধায়ক BJP-তে যোগদান করলেন। ফলে ম্যাজিক ফিগারে পৌঁছে গেল BJP। কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ২৭-এ।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment