JanaSoftR

Saturday, 11 March 2017

ভাইরাল হল রাখির ফাঁস হওয়া পোশাক বদলানোর ভিডিও !



আবার বিতর্কের মুখে রাখি সাওয়ান্ত। এবার ফাঁস হল তার পোশাক বদলানোর ভিডিও। আর সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। কিন্তু কে করল এমন কাজ? কি করেই বা রাখির পোশাক বদলানোর ভিডিও রেকর্ড হল?

রাকি সাওয়ান্ত প্রতিক্রিয়া স্বরূপ জানিয়েছেন, “আমি ভিডিওটি দেখেছি আর আমি এটি দেখে খুবই আপসেট। ১১বছর ধরে সিনেমা জগতে আছি আমি আর এই ধরণের ঘটনার সম্মুখীন আগে হইনি। আমি জানিনা ভিডিওতে আমার মত দেখতে মেয়েটি কে? হয়তো আমার ডুপলিকেট। কিন্তু আমি ওটা না”।

কিন্তু এই মন্তব্য করারাপরই আবার রাখি বলেছেন, “কখনও মনে হচ্ছে এটা আমিই। যাক, যামি জানি না কি ভাববো।” রাখির এই দু’রকমের মন্তব্যের পরই অনেকের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি রাখি নিজেই ওই ভিডিও ভাইরাল করেছেন।



এর আগে কখনও মিকা সিং এর সঙ্গে চুমু বিতর্কে, কখনও প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোশাক পরে বিতর্ক তৈরি করেছেন রাখি সাওয়ান্ত। আবার সম্প্রতি রাম গোপাল বর্মার একটি মন্তব্যকে সমর্থন করেছেন রাখি। রামগোপাল বর্মা বলেছিলেন, “প্রত্যেক মহিলার সানি লিওনের মত করে পুরুষদের সুখ দেওয়া উচিত”। সবাই এর সমালোচনা করলেও রাখি ব্যতিক্রমী মন্তব্য করে আবার স্পটলাইটে আসার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, “রামগোপাল বর্মা যা বলেছেন একদম ঠিক। আমি ওনার সঙ্গে আছি,কারণ উনি সানি লিওনের প্রশংসা করেছেন। আমিও বলতে চাই প্রত্যেক মহিলার সুখ দেওয়ার প্রক্রিয়া শেখা উচিত’।

এই মন্তব্যের পরেই পোশাক পালটানোর ভিডিও ফাঁস হল কন্ট্রোভারসি কুইনের। লোকের নজর কাড়তে ভিডিওট রাখি নিজেই পোস্ট করেছেন কিনা সেই নিয়েই জল্পনা চলছে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment