নাহ, সত্যিই আর দর্শকদের থেকে সুনীল সুনীল রব শোনা যাবে না। ডক্টর গুলাটি জানিয়ে দিয়েছেন, কপিলের শো’তে তাঁর ফেরার কোনও সম্ভাবনা নেই। তাহলে কপিলের সঙ্গে কে মাতাবে মঞ্চ? এই লাখ টাকার প্রশ্নের উত্তর বোধহয় পাওয়া গেল। তিনি কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। টুইট করে তিনি নিজেই শোতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। যদিও চ্যানেলের তরফে রাজু শ্রীবাস্তবের নাম করা হয়নি।
এর আগেও কপিলের শো’তে রাজু শ্রীবাস্তবকে অতিথি হিসেবে দেখা গেছে। তবে এবার পাকাপাকি ভাবে দেখা যাবে তাঁকে। গতকাল নিজে টুইট করে রাজু জানিয়েছেন, “কপিলের শোয়ের জন্য শুটিং করছি। খুব মজা হচ্ছে।” সংবাদসংস্থার কাছেও বিষয়টি খোলসা করা দিয়েছেন বোম্বে টু গোয়া খ্যাত এই কমেডিয়ান। জানিয়েছেন, আর অতিথি হিসেবে নয়। পাকাপাকিভাবে শোতে অভিনয় করছেন। শুটিংও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। কর্তৃপক্ষ তাঁর কাজে খুশি। তাঁকে আরও শো করার জন্য বলা হয়েছে।
বিমানে মত্ত অবস্থায় সুনীল গ্রোভারকে মারধরের অভিযোগ উঠেছিল কপিল শর্মার বিরুদ্ধে। প্রকাশ্যে সুনীলের কাছে ক্ষমাও চেয়ে নেন কপিল। কিন্তু, তারপরও গলেনি বরফ। সুনীল সাফ জানিয়ে দেন, তিনি কপিলের সঙ্গে শো করছেন না। আরও অনেকে নাকি শো ছেড়ে দিতে চাইছেন। তাহলে সুনীলের জায়গায় কাকে আনা হবে? সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে কপিলের শোয়ের দর্শকদের মনে।
0 comments:
Post a Comment