এখনই বাতিল হচ্ছে না ২০০০ টাকার নোট। সংসদে একথা জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর ২০০০ টাকার নতুন নোট বাজারে নিয়ে এসেছিল RBI।
২০০০ টাকার নোটের সঙ্গেই আনা হয়েছিল ৫০০ টাকার নয়া নোট। এর আগে ৮ নভেম্বর বাতিল করা হয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। জালনোট ও কালোটাকার রমরমা রুখতে এই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে শোনা যাচ্ছিল, নতুন বের হওয়া ২০০০ টাকার নোটও নাকি বাতিল করা হতে পারে। যদিও এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গতকাল লোকসভায় তিনি একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, “বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটে ১২.৪৪ লাখ কোটি টাকা RBI-র ঘরে ঢুকেছে (২০১৬-র ১০ ডিসেম্বর পর্যন্ত)। আর মার্চের ৩ তারিখ পর্যন্ত (চলতি বছর) বাজারে নোট ছাড়া হয়েছে ১২ লাখ কোটি টাকা। ২৭ জানুয়ারি তারিখ পর্যন্ত যা ছিল ৯.৯২১ লাখ কোটি টাকা।”
সংসদে তিনি ফের একবার বলেন, “দুর্নীতি রোধ, কালোটাকা, জালনোট রুখতে ও সন্ত্রাসবাদ আটকাতে সরকারের তরফে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরফলে ব্যাঙ্কের ঘরে দ্রুত টাকাও জমা পড়ে। ক্রেডিট বেস থেকে খরচ করার সুবিধা পায় ব্যাঙ্ক। কমানো হয় ইন্টারেস্ট রেট।”
নোট বাতিলের পর ব্যাঙ্ক ও ATM থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছিল। যা বর্তমানে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।
0 comments:
Post a Comment