JanaSoftR

Monday, 20 March 2017

সুখবর, এবার এল ক্যাশব্যাক অফার, প্রাইম গ্রাহক হয়ে গেলেই ৫০ টাকা ক্যাশব্যাক দেবে Jio



চলতি মাসের ৩১ তারিখের পর ফ্রি পরিষেবার উপর লাগাম টানতে চলেছে জিও৷ মার্চের পর আপনার ফ্রি জিও সিমটি চালু রাখতে হলে ৯৯ টাকা দিয়ে জিও প্রাইমের মেম্বার হতে হবে৷ তারপরই আনলিমিডেট ডেটা ও ফ্রি কল পরিষেবার অপশন খুলে যাবে গ্রাহকের সামনে৷ এবার নিজের প্রয়োজন মতো অফারটি বেছে রিচার্জ করে নিলেই ইচ্ছে মতো অনলাইন ভিডিও দেখতে আর বাধা থাকবে না৷ যত বেশি টাকার রিচার্জ করবেন, অফার হবে ততই আকর্ষণীয়৷ এতটা তথ্য তো টিভির পর্দায় অথবা অনলাইনে চোখ রাখলেই দেখতে পাচ্ছেন৷ কিন্তু আরেকটা অফারের কথা কানে এসেছে কি?



জিওর তরফে চালু করা হয়েছে আরও একটি অফার৷ জিও প্রাইম গ্রাহক হয়ে গেলেই ৫০ টাকা ক্যাশব্যাক দেবে সংস্থা৷ কীভাবে পাবেন এই অফার? খুব সহজ৷ আপনার স্মার্টফোনে জিও মানি অ্যাপটি তো রয়েইছে৷ সেই ওয়ালেট থেকে ৯৯ টাকা দিয়ে জিও প্রাইমের সাবস্ক্রিপশন করুন৷ তাহলে আপনার জিও মানি ওয়ালেটে ঢুকে যাবে ৫০ টাকার ডিসকাউন্ট ভাউচার৷ যা দু’দিনের মধ্যে অ্যাকটিভ হয়ে যাবে৷ এরপর জিও মানি ওয়ালেট থেকে ৩০৩ টাকা অথবা তার বেশি অর্থের রিচার্জ করার সময় ৫০ টাকা কম দিলেই চলবে৷ চলতি বছর ২৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত ডিসকাউন্ট ভাউচারটির মেয়াদ থাকছে৷ এই সময়ের মধ্যে একজন প্রাইম মেম্বার মোট পাঁচবার এই অফারটি গ্রহণ করতে পারবেন৷

১৫ মার্চ থেকেই অফারটি দিতে শুরু করে দিয়েছে জিও৷ অফার কিন্তু লিমিটেড৷ তাই দেরি করলেই ফসকে যাবে৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment