একটি শিশু যখন ভূমিষ্ট হয়৷ তখন সে সবকিছুর ব্যাপারেই অজ্ঞ৷ ছোটবেলা থেকেই নিয়মশৃঙ্খলার মধ্যে মানুষ হয় একটি শিশু৷ কখনও বিদ্যালয় আবার কখনও বাড়ি৷ তাকে যেভাবে যা শিক্ষা দেওয়া হয়৷ সে সেভাবেই সেটিকে গ্রহন করে আসতে আসতে বড় হয়৷ সে কোনও কাজে ঠিক করলে তার যেমন প্রশংসা করা উচিত৷ অপরদিকে ভুল করলেও সেটি তাকে বোঝানো উচিত৷ বিদ্যালয় হল এমন এক জায়গা যেখানে পড়াশুনার পাশাপাশি নীতিশিক্ষাও দেওয়া হয় শিশুদের৷ মা বাবার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও একটা বড় অবদান থাকে এই শিশুদের মানুষ করার জন্য৷ সঠিক পথে চালিত করার জন্য, কোনটা সঠিক কোনটা ভুল সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব থাকে এদের উপরই৷
তবে সম্প্রতি একটি ঘটনায় বিস্মিত গোটা বিশ্ব৷ এক কিশোরি বিদ্যালয়ে যৌন হয়রানির স্বীকার হয়েছে৷ তার অনুমতি না নিয়েই তাঁর ব্রা-এর স্ট্র্যাপ নিয়ে নেয় তারই এক সহপাঠী৷ এই আকস্মিক ঘটনায় হতচকিত হয়ে যায় ওই কিশোরী৷ সে আচমকাই ওই সহপাঠীর উপর চড়াও হয়৷ এবং সপাটে তার গালে চড় মারে৷ এই ঘটনার পরই ওই মেয়েটির মাকে ডেকে পাঠানো হয়৷ আশ্চর্যের বিষয় এটিই যে, মেয়েটিকে হেনস্থা করার প্রতিবাদ করল না বিদ্যালয় কর্তৃপক্ষ৷ বরং সে তার সহপাঠীকে চড় মেরেছে বলে তাকে দুষলেন তার বিদ্যালয় কর্তৃপক্ষ৷ এরপরই এই অভিযোগে ক্ষিপ্ত হয়ে যান ওই ছাত্রীর মা৷ সে তার মেয়েকে তৎক্ষনাৎ ওই বিদ্যালয় থেকে নিয়ে চলে যান৷
আসতে আসতে আমাদের সমাজ অন্ধকারের পথে এগিয়ে চলেছে৷ এখানে সত্য কথা বলার সৎসাহস কারোর নেই৷ কেউ এগিয়ে আসেনা সমাজের উন্নয়নের লক্ষে৷ আর শিশুরা দেশের ভবিষ্যত৷ তারাই দেশকে পরিচালনা করবে ভবিষ্যতে৷ সেখানে এই ছোট ছোট শিশুদেরকেই যদি সঠিকভাবে শিক্ষাদান করা না হয়৷ তাহলে দেশের ভবিষ্যত কিন্তু খুবই সংকটজনক হয়ে পরবে৷
0 comments:
Post a Comment