JanaSoftR

Thursday, 16 March 2017

ভারতে ক্রমশ কমছে হিন্দু জনসংখ্যার হার


 কেন্দ্রীয় সরকারের চাঞ্চল্যকর তথ্য! ভারতের মাটিতে ক্রমশ কমছে হিন্দু জনসংখ্যার হার।  দেশের মোট জনসংখ্যার সাপেক্ষে শতাংশের নিরিখে গত ৪ দশকে অনেকটাই কমেছে হিন্দু।  যা কিনা যথেষ্ট চিন্তার।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ আহির এই বিষয়ে লোকসভায় নিজের বক্তব্য পেশ করেন।  সেখানে তিনি জানান, ১৯৭১ সাল থেকে মোট হিন্দু জনসংখ্যা বাড়লেও দেশের মোট জনসংখ্যার নিরিখে শতাংশের বিচারে কমে গিয়েছে হিন্দুদের জনসংখ্যা।   তথ্য বলছে,  ১৯৭১ সালে দেশে মোট হিন্দু জনসংখ্যা ছিল ৪৫.৩৩ কোটি।  ২০১১ সালে তা বেড়েছিল।  বেশ হয় ৯৬.৬২ কোটি।  কিন্তু মোট জনসংখ্যায় হিন্দু জনসংখ্যা শতাংশের নিরিখে কমেছে। ১৯৭১ সালে ভারতের মোট জনসংখ্যায় হিন্দুদের ভাগ ছিল শতাংশের নিরিখে ৮২.৭ শতাংশ। সেখানে ২০১১ সালে কমে হয়েছে ৭৯.৮ শতাংশ।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment