গত বছরই ‘টাইমস নাও’ থেকে ইস্তফা দিয়েছিলেন অর্ণব গোস্বামী। সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি জানান যে কেন হঠাৎ ছেড়ে দিয়েছিলেন ‘টাইমস্ নাও’।
তিনি জানিয়েছেন তিনি চেয়েছিলেন নিরপেক্ষ সংবাদমাধ্যম। কোন পরিস্থিতির সঙ্গে আপোশ না করে সত্যিটাকে তুলে ধরতে চেয়েছিলেন। এখানেই বাধ সাধে তার সংস্থা। “আমি আমার স্বাধীনতার কথা ঘোষণা করেছি এই নকল সংবাদমাধ্যম থেকে। আমি এবং আমার নতুন প্রজন্মের সাংবাদিকরা প্রশ্ন তুলব”, জানান অর্ণব গোস্বামী।
৮ নভেম্বর নোট বাতিল হওয়ার পর তিনি কেজরিয়ালের উদ্দেশে একটি মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটি নিয়ে এই সাক্ষাৎকারে তিনি বলেন, “১৪ নভেম্বর আমি বলেছিলাম, নোট বাতিলের পর যন্তর মন্তরে অরবিন্দ কেজরিওয়ালের এই নাটকটা বন্ধ করা উচিত”।
তারপরই ১৬ নভেম্বর তাকে ‘টাইমস নাও’র স্টুডিওতে ঢুকতে দেওয়া হয়নি বলে জানান অর্ণব গোস্বামী। এইসব কারণেই ‘টাইমস নাও’ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।
0 comments:
Post a Comment