JanaSoftR

Sunday, 12 March 2017

'পশ্চিমবঙ্গে শুধু গেরুয়া থাকবে’



 রাজ্য বিজেপির পাখির চোখ এখন ২০২১ সালের বিধানসভা নির্বাচন। আগামী বছরের পঞ্চায়েত নির্বাচন থেকেই রাজ্যে গেরুয়া শিবিরের জয় যাত্রা শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার উত্তর প্রদেশ সহ তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিকদের এই কথা বলেছেন দিলীপবাবু।



উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের ধারা বজায় থাকবে সারা দেশে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়। সেই কারণে এই রাজ্যেও খুব শীঘ্রই ‘পদ্ম প্রস্ফুটিত’ হতে চলেছে বলে স্থির বিশ্বাসের সঙ্গে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ২০১৮ সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সেই পঞ্চায়েত নির্বাচন থেকেই বাংলায় বিজেপির জয় যাত্রা শুরু হবে। ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও গেরুয়া বাহিনী ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেছেন দিলীপবাবু।

রাজ্যে ক্ষমতা দখলের প্রসঙ্গে তিনি পূবের রাজ্যে মণিপুরের উদাহরণ টেনেছেন। তাঁর মতে, “মণিপুরে আমাদের একটাও আসন ছিল না। সেখানে আমরা সরকার গড়ছি। সেখানে পশ্চিমবঙ্গে আমাদের তিনজন বিধায়ক আছে। লোকসভায় তিন জন সাংসদ আছেন।” এই রাজ্যে ২০২১ সালে বিজেপি জিতবে না সেটা কেও জোর দিয়ে বলতে পারবে না বলে জানিয়েছেন দিলীপবাবু। তিনি আরও বলেছেন, “২০১৯ সালে পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের জয় যাত্রা শুরু হবে। এবং তা চলবে ২০২১ সাল পর্যন্ত। তখন পশ্চিমবঙ্গ শুধু গেরুয়ায় থাকবে।”
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment