JanaSoftR

Thursday, 30 March 2017

পাইথনের পেট থেকে বেরলো যুবকের দেহ, দেখুন হাড়হিম করা ভিডিও



সোমবার থেকে নিখোঁজ ছিলেন ২৫ বছরের আকবর। খেতে কাজ করতে গিয়েছিলেল ইন্দোনেশিয়ার যুবক। তন্ন তন্ন করে গোটা গ্রামে খুঁজেছিলেন আত্মীয়, পরিজন, বন্ধু-বান্ধবরা। বুধবার মিলল হদিশ। তবে তা ছিল শুধুমাত্র একটা নিথর দেহ।  তাও আবার আস্ত তেইশ ফুটের এক পাইথনের পেটের ভিতর।  দেখুন সেই হাড়হিম করা দৃশ্য।



ইন্দোনেশিয়ার এই সুলাওয়েসি দ্বীপে পাইথনের হামলা আগেও ঘটেছে। এতদিন কেবলমাত্র পশুদের এভাবে পাইথনের পেটে যেতে দেখছেন গ্রামবাসীরা। এই প্রথম সেখানে কোনও মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটল। পাইথনের পেটটি অস্বাভাবিকভাবে মোটা হয়েছিল। পাশে ছড়িয়ে পড়েছিল আকবরের কিছু কৃষিকাজের সামগ্রী। তা দেখেই সন্দেহ হয় আকবরের আত্মীয় জুনেইদির। তাঁর কথাতেই পাইথনের পেট চিরে আকবরের দেহ খুঁজে পান গ্রামবাসীরা। ঘটনার পর থেকেই থমথমে এলাকার পরিবেশ। একা মাঠে কাজ করতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় কৃষক, মজদুররা।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment