JanaSoftR

Saturday, 11 March 2017

দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধল BJP কর্মীদের, উত্তেজনা ময়নাগুড়িতে



জলপাগুড়ি, ১১ মার্চ : গোবলয়ে BJP-র জয়ের প্রভাব পড়েছে এই রাজ্যেও। কিন্তু, এরই মাঝে BJP-র জয়োল্লাস ঘিরে উত্তেজনা ছড়াল ময়নাগুড়ির রানিরহাট এলাকায়। একটি বাইকের শোরুমের অস্থায়ী ক্যাম্পে দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধল BJP কর্মীদের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে BJP-র জয়ের পর ময়নাগুড়ি ব্লকের রানিরহাট এলাকায় জয়োল্লাসে মেতেছিলেন দলীয় সমর্থকরা। সেই সময়, রানিরহাট মোড় বাজার এলাকায় এক মোটর সাইকেল শোরুমের অস্থায়ী ক্যাম্পে BJP কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেয় তৃণমূল কর্মারা। আর তাতেই শুরু হয় বচসা। পাশাপাশি অভিযোগ, বচসা ও ধাক্কাধাক্কিতে ভেঙে যায় বেশ কয়েকটি নতুন বাইক। এলাকায় ক্রমশ ভিড় বাড়তে থাকে উভয় দলের কর্মী-সমর্থকদের।  ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনায় তৃণমূল সমর্থকরা BJP-কে দায়ি করলেও তারা তৃণমূল কর্মী-সমর্থকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে।

আবার অন্যদিকে ওই বাইকের শোরুমের মালিক কাশিরাম রায় বলেন, “আমি দীর্ঘদিন ধরে তৃণমূলকে সমর্থন করি। আজ BJP সমর্থকরা বিনা অনুমতিতে ক্যাম্পে পতাকা লাগাচ্ছিল। বাধা দিলে তারা আমাদের উপর চড়াও হয়।”

BJP-র উত্তর মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক রমেশ রায় বলেন, “BJP-র জয়োল্লাসে তৃণমূল ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছিল। যেখানে পতাকা লাগানো হচ্ছিল তা ওই দোকানের মালিক দখল করে রেখেছে। তবুও অনুমতি নিয়েই পতাকা লাগানো হয়েছিল। এরপর হঠাৎই তৃণমূল কর্মীরা গন্ডগোল শুরু করে। তাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।”

আবার তৃণমূল ও BJP উভয়ই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

ময়নাগুড়ি থানার IC সুকুমার মিশ্র বলেন, “গন্ডগোলের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। তারপরই পরিস্থিতি স্বভাবিক হয়।” 
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment