মালদা স্টেশনের ওয়েটিং রুম থেকে উদ্ধার হল চারটি তাজাবোমা। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের সেকেন্ড ক্লাসের ওয়েটিং রুম থেকে বোমাগুলি উদ্ধার হয়। আপাতত ওয়েটিং রুমটিকে সিল করে দেওয়া হয়েছে। রুমের বাইরে GRP ও RPF মোতায়েন করা হয়েছে।
আজ রাত ৯টা নাগাদ মালদার ১ নম্বর প্ল্যাটফর্মের সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে একটি পরিত্যক্ত স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখেন GRP-র এক কর্মী। ওই ব্যাগটি দেখে তাঁর সন্দেহ হয়। ব্যাগটির মধ্যে চারটি তাজা বোমা দেখতে পান তিনি। এরপর সঙ্গে সঙ্গে ওয়েটিং রুমটিকে সিল করে দেয় RPF ও GRP আধিকারিকরা। তারপর বম স্কয়্যাডে খবর দেওয়া হয়।
মালদার স্টেশনের IC কৃষ্ণগোপাল দত্ত বলেন, “চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ঘরটি আপাতত সিল করা রয়েছে।”
0 comments:
Post a Comment