JanaSoftR

Saturday, 4 March 2017

মিনিমাম ব্যালান্সের নীচে নেমে গেলেই মোটা ফাইন



নোট বাতিলের ধাক্কায় চাপ বেড়েছে ব্যাংকগুলির।  আর সেজন্যে ব্যাংকের নিয়মে বেশ কিছু রদবদল আনছে ব্যাংকগুলি।  সেই তালিকার বাইরে নয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।   ব্যাংক তাদের নীতিতেও বেশ কিছু রদবদল আনতে চলেছে।  সূত্রের খবর, আগামী ১ এপ্রিল থেকেই নয়া নীতি লাঘু করতে চলেছে এসবিআই।  নয়া নীতি মোতাবেক, মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স না থাকলে সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের ফাইন দিতে হবে।

সূত্রের খবর, শহরাঞ্চলে এসবিআইতে সেভিংস অ্যাকাউন্টে মাসে গড়ে পাঁচ হাজার টাকা জমা রাখতে হবে।  ব্যালেন্স এর নীচে নেমে গেলেই ফাইন করা হবে।  গ্রামীণ ক্ষেত্রে এই গড় মিনিমাম ব্যালেন্স হবে ১ হাজার টাকা।  এই নিয়ম চালু হলে এটিএম থেকে টাকা তোলার সময়ে বা অনলাইনে খরচ করার সময়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।  ব্যালেন্স নীচে নেমে গেলেই অ্যাকাউন্ট থেকে ফাইনের টাকা কেটে নেবে ব্যাংক।  সূত্রে আরও জানা গিয়েছে, গড় মিনিমাম ব্যালেন্স ৫০ শতাংশের কম হলে ফাইন হবে ৫০ টাকা।  এর পরে ৭৫ শতাংশ পর্যন্ত কম হলে ৭৫ টাকা এবং তারও কম হলে ১০০ টাকা পর্যন্ত ফাইন নেওয়া হবে।  প্রতিটি ক্ষেত্রেই ফাইন ছাড়াও কাটা হবে সার্ভিস ট্যাক্স।



এই নিয়ম স্টেস্ট ব্যাংকের ক্ষেত্রে নতুন নয়।  আগেই এই নিয়ম ছিল।  কিন্তু গ্রাহকদের কথা ভেবে সেই নিয়ম প্রত্যাহার করে নেওয়া হয়।  কিন্তু এবার ফের পুরোন নিয়মেই ফিরছে ব্যাংক। কারণ, নোট বাতিলের পরে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের সংখ্যা অনেক বেড়েছে।  জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও বেড়েছে।  এই পরিস্থিতিতে ব্যাংকের পরিচালন খরচ তুলতে এই নিয়ম চালু করতে চাইছে এসবিআই।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment