হোয়াইট হাউসে নিমন্ত্রিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বছরশেষেই রওনা দেবেন মার্কিন মুলুকে৷ দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে৷ এমনটাই জানা গিয়েছে ট্রাম্পের মিডিয়া কর্ণার থেকে৷
মোদিম্যাজিকে গেরুয়া ঝড় বয়েছে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনে৷ এমনকী, গোয়া ও মণিপুরের মতো রাজ্যে পিছিয়ে থেকেও সরকার গড়েছে বিজেপি সরকার৷ বিপুল এই জয়ের পরই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট৷ দু’জনের মধ্যে সৌজন্যমূলক কথার পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়েও নাকি আলোচনা হয়৷ তারই কিছু গুরুত্বপূর্ণ অংশ হোয়াইট হাউসের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশ করা হয়৷ সেই প্রকাশিত বিবৃতিতেই বলা হয়েছে, চলতি বছরের শেষের দিকে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন ট্রাম্প৷
মার্কিনিদের ভোটে অপ্রত্যাশিতভাবেই জয় লাভ করেন ট্রাম্প৷ প্রেসিডেন্ট হয়েও অব্যাহত তাঁর বিতর্কের পালা৷ তবে শোনা গিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভালই সম্পর্ক রয়েছে ডনের৷ মোদিও সৌজন্য বজায় রেখেছেন বারবার৷ প্রেসিডেন্ট হওয়ার পরই ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি৷ এরপরও একাধিকবার হট লাইনে কথা হয়েছে দুই শীর্ষ ব্যক্তিত্বের৷ প্রতিবারই সেই আলোচনা ইতিবাচক হয়েছে৷ জুলাই মাসে জার্মানিতে G-20 সামিটেও দুই নেতার দেখা হওয়ার কথা রয়েছে৷ সেক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা রাজনীতিবিদদের৷
0 comments:
Post a Comment