JanaSoftR

Thursday, 23 March 2017

অফিস চত্বর নিজেই ঝাড় দিলেন যোগীর মন্ত্রী




মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সংবাদের শিরোনামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ একের পর এক কড়া দাওয়াইয়ে তটস্থ রেখেছেন গোটা রাজ্যকে৷ নিজের দপ্তরেও কড়া নজর নয়া মুখ্যমন্ত্রীর৷ এই ক্ষেত্রের তাঁর সর্বপ্রথম নির্দেশ, স্বচ্ছ রাখতে হবে গোটা অফিস চত্বরকে৷ যেখানে-সেখানে নোংরা ফেলে রাখা যাবে না৷

মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করছে তাঁর মন্ত্রিসভা৷ বিশেষ করে তাঁর মন্ত্রিসভার সদস্য উপেন্দ্র তিওয়ারি৷ সাতসকালে দপ্তরে এসে নিজেই ঝাড়ু হাতে নেমে পড়েন ময়দানে৷ নিজের অফিস চত্বর নিজেই ঝাড়ু দিয়ে সাফ করার পরই শুরু করলেন দিনের কাজ৷ মন্ত্রীর এই বিরল সাফাই অভিযান দেখতে ভিড় জমে গিয়েছিল সরকারি ভবনে৷ অনেকে এভাবেই মোবাইলে তুলে রেখেছেন সেই দৃশ্য৷



শুধু অফিস সাফাই রাখাই নয়, অফিস চলাকালীন কর্মীদের পান, মশলা ও তামাকজাত দ্রব্য খাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই এই স্বচ্ছ অভিযান চালিয়ে যাচ্ছেন তিনি৷ প্রধান পুরোহিত হিসেবে প্রতিদিন ভোরে উঠে গোটা গোরক্ষনাথ মন্দির চত্বরের স্বচ্ছতা পরিস্থিতি নিজে ঘুরে পরীক্ষা করে দেখেন তিনি৷ সেই স্বচ্ছতাই এবার গোটা উত্তরপ্রদেশের জন্য চান আদিত্যনাথ৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment