JanaSoftR

Wednesday, 22 March 2017

BJP তে রজনীকান্ত, জল্পনা !



তবে এবার বিজেপির গঙ্গাই আমরনের সঙ্গে দেখা করার পর সেই জল্পনা যেন আরও একবার প্রাণ পেল৷ সংগীত পরিচালক গঙ্গাই আমরন ২০১৪সালে যোগ দেন বিজেপিতে৷ তাঁর সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানাতে রজনীকান্ত হাজির হলে, তাঁদের ছবি হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ সঙ্গে এও শোনা যায় এবার রাজনীতির ময়দানে হয়তো দেখা যেতে পারে থালাইভাকে৷ হয়তো তিনি যোগ দেবেন এবার গেরুয়া শিবিরে৷

তামিল অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতির ময়দানে যোগ দেওয়ার ঘটনা বহুবারই ঘটেছে৷ প্রয়াত এম জি রামচন্দ্রণ থেকে প্রয়াত তামিলনাড়ুর আম্মা, নাম রয়েছে অনেক৷ আর এবার বিজেপিতে রজনীকান্তের প্রবেশ নিয়েও কানা ঘুষো নানা কথা শোনা যাচ্ছে৷ উল্লেখ্য, এই তামিল সুপারস্টারের শুভাকাঙ্খীদের মধ্যে অন্যতম বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন তাঁকে রাজনীতিতে যোগ না দেওয়ারই কথা বলেছিলেন একসময়৷ তবে শেষ পর্যন্ত তার বিপরীত পথেই থালাইভা হাঁটতে চলেছেন কি না তা জনাতে সময়ের অপেক্ষা৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment