JanaSoftR

Saturday, 18 March 2017

তিন তালাক প্রথা বন্ধের দাবিতে স্বাক্ষর করেছেন ১০ লক্ষেরও বেশি মুসলিম নারী



এবার দেশ জুড়ে মহিলারা সরব হয়েছেন নক্কারজনক তিন তালাক প্রথার বিরুদ্ধে ওই প্রথায় ইতি টানার জন্য আহ্বান উঠে এসেছে খোদ মুসলিম সমাজ থেকেই।

সম্প্রতি, তিন তালাক প্রথার অবসান চেয়ে, একটি পিটিশনে স্বাক্ষর করেছেন ১০ লক্ষেরও বেশি মুসলিম ধর্মাবলম্বীরা। লক্ষণীয়ভাবে তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা। আরএসএস-এর শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই সই সংগ্রহ অভিযান শুরু করে।

ইতিমধ্যে, তিন তালাক প্রথা বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জনিয়েছেন একাধিক মহিলা। এই দাবির সমর্থনে কেন্দ্রীয় সরকারও সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়েছে। সেখানে কেন্দ্র জানিয়েছে তিনি তালাক প্রথা লিঙ্গবৈষম্যের প্রতীক। এই প্রথা নারী অধিকার ও সমতার পরিপন্থী। তাই তিন তালাক, নিকাহ হালালা ও বহুবিবাহের উপর আদালতের রায় চেয়েছে কেন্দ্র।

তবে এই দাবির ঘোর বিরোধিতা করছে মুসলিম সংগঠনগুলি। ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’ দাবি করেছে, শরিয়ত মেনেই বজায় রাখা উচিত তিন তালাক প্রথা। মুসলিমদের ব্যক্তিগত আইনে কোনওভাবেই হস্তক্ষেপ করা উচিত নয় বলে তারা মন্তব্য করেছে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment