এখনও পর্যন্ত কতবার ভোটে হেরেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী? সংখ্যাটা কম করেও ২৭ বার। আর সেই নিয়েই রাহুলের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকডর্সে যোগ করার আবেদন জানাল মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের এক ছাত্র বিশাল দিওয়ান। সবচেয়ে বেশি ২৭ বার ভোটে হেরেছেন রাহুল গান্ধী। তাই তাঁর নাম যোগ করা হোক গিনেস বুক অব রেকর্ডসে। আবেদন করেছেন ইঞ্জিনিয়ারিং কলেজের ওই ছাত্র।
কংগ্রেস সহ-সভাপতি পদে থাকলেও দলের অন্দরে রাহুলের কার্যকারিতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেক নেতাই। বিশেষ করে চলতি বছরে উত্তরাখণ্ড, গোয়া এবং উত্তরপ্রদেশে হারার পর থেকেই তা যেন আরও বেড়ে গিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উত্তরপ্রদেশের নির্বাচনে হার। কারণ অখিলেশ-রাহুল জোট হওয়া সত্ত্বেও বিজেপি ঝড়ে উড়ে গেছে বিরোধীরা। এরপরেই রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্নও উঠতে থাকে।
এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময়েও কংগ্রেসের মুখ ছিলেন রাহুল। কিন্তু ওই নির্বাচনে গো-হারা হারতে হয় তাঁদের। ১০ বছর সরকারে থাকার পর ক্ষমতাচ্যুত হয় ইউপিএ সরকার। ৫৪৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২৮২টি আসনে জয়লাভ করে বিজেপি। সেখানে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন।
0 comments:
Post a Comment