টাকার অভাবে পড়াশুনা শিকেয় উঠেছিল তাঁর৷ কোনও ব্যাংক থেকে পড়াশুনার জন্য কোনও ঋণও পাচ্ছিল না সে৷ অবশেষে আর কোনও উপায় না দেখে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেই আর্জি জানায় বি বি সারা৷ এই মেধাবি ছাত্রী জানায়, সে আরও পড়াশুনা করতে চায়৷ আরজি জানানোর সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীর তরফ থেকেও আশ্বাস মেলে৷ বিজয়া ব্যাংক থেকে তার জন্য বিশেষ ঋণের ব্যবস্থা করা হয়৷
কর্ণাটকের মানডিয়া জেলার বাসিন্দা বি বি সারা৷ এমবিএ-র ছাত্রী সারা৷ পারিবারিক আয়ও সামান্য৷ তার বাবা একটি চিনির কারখানায় কাজ করে৷ এরফলে তার পরিবারে আর্থিক সমস্যা লেগেই থাকত৷ টাকার অভাবে পড়াশুনা চালিয়ে যাওয়া দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য৷ সারা জানিয়েছে, সে সেন্ট্রাল ব্যাংকে ঋণের জন্য আবেদন জানান৷ পরীক্ষার ভালো রেজাল্ট থাকা স্বত্ত্বেও তার আবেদন নাকচ করে দেওয়া হয় ব্যাংকের তরফে৷ কারণ সে আগেও ওই ব্যাংক থেকে ঋণ নিয়েছিল৷ কিন্তু সেই ঋণের টাকা সে শোধ দিতে পারেনি৷ তাই ব্যাংকের তরফে আর কোনও ঋণ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়৷
কিন্তু এরপরও কিন্তু হাল ছাড়েনি এই মুসলিম মেয়েটি৷ সরাসরি সে প্রধানমন্ত্রীর কাছে সে চিঠি লেখে৷ আর তার চিঠি লেখার ১০দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার পড়াশুনার জন্য ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়৷ সারা জানিয়েছে, তার বিশ্বাস ছিল প্রধানমন্ত্রীর উপর৷ কিন্তু এত তাড়াতাড়ি যে সাড়া মিলবে সে সেটা ভাবতে পারেনি৷ তাই সারা এই ঘটনায় হতবাক এবং পাশাপাশি খুব খুশিও সে৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সে ধন্যবাদ জানাতেও চেয়েছে মোদীকে৷
0 comments:
Post a Comment