সত্যি হল জল্পনা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ। দলের বিধায়কদের নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন কেশব মৌর্য ও দীনেশ শর্মা।
এদিকে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে নেই বলে আগেই সরে গিয়েছিলেন মনোজ সিনহা। এরই মধ্যে জল্পনা বাড়িয়ে আজ সকাল সকাল দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে যান যোগী আদিত্যনাথ। এরপর ফের পৌঁছন লখনউ। বৈঠক করেন ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে।
এর আগে ভোটের ফল বেরনোর পর থেকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছিল। উঠে এসেছিল রাজনাথ সিং থেকে শুরু করে সিদ্ধার্থনাথ সিংয়ের নামও। তবে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহাই মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু, আজকের বৈঠকের আগেই ফের পালটে যায় সমীকরণ। তিনি এই দৌড়ে নেই বলে জানিয়ে দিয়েছেন মনোজ সিনহা। আর এর মাঝেই সবাইকে পিছনে ফেলে সামনে উঠে আসে যোগী আদিত্যনাথের নাম। আর পরে দলের বিধায়কদের বৈঠকেও মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামই উঠে আসে।
0 comments:
Post a Comment