ইসলাম ধর্ম গ্রহণ করুন, তাহলেই বেকসুর খালাস। খুনে অভিযুক্ত ৪২ জন ক্রিশ্চানকে এমনটাই বললেন পাকিস্তানের সরকারি আইনজীবী। পাক সংবাদপত্র ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এ এই খবর প্রকাশিত হয়েছে।
লাহোরে দুই ব্যক্তিকে খুনের ঘটনায় জড়িয়ে গিয়েছে এই ৪২ জন ক্রিশ্চানের নাম। ২০১৫ সালের মার্চ মাসের ঘটনা। লাহোরের ইউহানাবাদে দুটি গির্জায় হামলার আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এরপরেই সংঘর্ষে ওই দুই মুসলিম যুবকের মৃত্যু হয়। এরাই ওই গির্জায় বোমা রাখার ছক কষেছিল বলে স্থানীয় মানুষের দাবি। পাকিস্তানের অ্যান্টি-টেররিজম কোর্টে সেই মামলার শুনানি চলছে।
অভিযুক্তদের পক্ষের আইনজীবী জোসেফ ফ্র্যান্সি জানিয়েছেন, এই মামলার সরকারি পক্ষের আইনজীবী সৈয়দ আনিস শাহ এমন মন্তব্য করেছেন। ইসলামে ধর্মান্তরিত হলে সব মামলা থেকে মুক্তি পাওয়া যাবে বলেই উল্লেখ করেছিলেন ওই আইনজীবী। অভিযুক্তদের মধ্যে কয়েকজন বলেন, ধর্মান্তরিত হওয়ার থেকে ফাঁসি হওয়া ভালো। পাক সংবাদপত্রে তরফে ওই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমটায় অস্বীকার করেন। পরে বলেন, একটি ভিডিওতে এমন অফার দিয়ে থাকলেও থাকতে পারেন।
0 comments:
Post a Comment