লখনউ, ১১ মার্চ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রেকর্ড সাফল্য পেয়েছে BJP। মোদি ম্যাজিকে ভর করে ৩২০-র বেশি আসন পেয়েছে তারা। ৪০ বছর পর এসেছে এই জয়। এবার শুরু অন্য জল্পনা। দেশের বৃহত্তর রাজ্যটির মুখ্যমন্ত্রী কে হবেন? যদিও BJP-র অন্দরে অনেক নামই ঘুরে বেড়াচ্ছে।
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথমেই যাঁর নামটি রয়েছে তিনি হলেন কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী মনোজ সিনহা। তিনি মোদি ও অমিত শাহের বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত। BJP-র অন্দরমহলের খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-ও। যদিও ঠাকুর নেতার এই ইচ্ছা কতটা পূরণ হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। কারণ BJP-র অনেকেই চান না ঠাকুর পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হোন। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নাম রয়েছে উমা ভারতীরও।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আর যাঁরা রয়েছেন তাঁরা হলেন, দীনেশ শর্মা, কেশবপ্রসাদ মৌর্য। এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কেশবপ্রসাদ। দলিত ভোটকে BJP-র দিকে টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। এছাড়া রয়েছে শ্রীকান্ত শর্মা ও সিদ্ধার্থনাথ সিং। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নরেন্দ্র মোদিই ঠিক করবেন বলে জানা গেছে।
এর আগে ১৯৯১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সবচেয়ে ভালো ফল করেছিল BJP। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কল্যাণ সিংহ। কিন্তু, সেই সময় ৪২৫ আসনের বিধানসভায় ২২১টি আসন পেয়েছিল BJP। এবার ৪০৩ আসনের বিধানসভায় BJP একাই ৩২৫টি আসন পেয়েছে।
এদিকে গতবারের বিধানসভা নির্বাচনে BJP এই রাজ্যে মাত্র ৪৭টি আসন পেয়েছিল। সমাজবাদী পার্টি ২৫২টি আসন পেয়ে সরকার গড়েছিল। এবার ধরাশায়ী হয়েছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট। মাত্র ৫৪টি আসন পেয়েছে তারা। সবচেয়ে খারাপ ফলাফল করেছে মায়াবতীর BSP। এবার মাত্র ১৯টি আসন পেয়েছে তারা।
0 comments:
Post a Comment