রাজ্যে আরও শক্তিবৃদ্ধি বিজেপির। বঙ্গবিজেপিতে যোগ দিলেন ১০০ জনেরও বেশি শিক্ষাজগতের মানুষ। এরা সবাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে কর্মরত বলে জানা গিয়েছে। আজ রবিবার মহাজাতি সদনে বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ সবার হাতে দলীয় পতাকা তুলে দেন।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, আগামিদিনে বিজেপির আরও শক্তি বাড়বে এই রাজ্যে। কারণ, সাধারণ মানুষ বুঝে গেছে যাদের হাতে রাজ্যের ক্ষমতা রয়েছে তাঁরা রাজ্যের উন্নতি করতে পারবে না। শুধু তাই নয়, নারদকাণ্ডের ফলে শাসকদলের নেতা, মন্ত্রী ও সাংসদদের প্রকৃত চরিত্র রাজ্যের সাধারণ মানুষের সামনে এসে গেছে। কিন্তু এরপরেও রাজ্য সরকার এই সমস্ত মন্ত্রীদের সরকারি পদে বহাল রেখে দিয়েছে। কার্যত সত্যিটা বুঝতে পেরে আগামিদিনে আরও মানুষ বিজেপিতে যোগ দেবে বলে দাবি দিলীপ ঘোষের। এমনকি, শাসকদল ছেড়েও বহু মানুষ বিজেপিতে আসবে বলেই দাবি তাঁর।
এদিন বিজেপিতে যারা যোগ দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক ভবেন্দ্রনাথ শ্রীবাস্তব, বাণীকেশ সিনহা, শ্যাম ঘোষ, রমা শেঠ, করণ বোঠরা, প্রশান্ত মিত্র, বিনোদ কুমার সহ অনেকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে বেশিরভাগ মানুষই আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের ঘনিষ্ট ছিলেন। কিন্তু, যে ভাবে সৌগত রায়কে নারদাকাণ্ডে টাকা নিতে দেখা গেছে তার ফলেই এই সমস্ত মানুষেরা বিজেপিতে এসেছেন।
0 comments:
Post a Comment