JanaSoftR

Thursday, 9 March 2017

বুথ ফেরত সমীক্ষার ফল দেখে দেশ ছাড়লেন সনিয়া !

একজিট পোলের হিসেব বলছে মোদী এগিয়ে রয়েছেন চার রাজ্যে। তখনই সনিয়া কেন দেশের বাইরে গেলেন?



একজিট পোলের হিসেব বলছে চার রাজ্যেই বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হবে। মোদী হাওয়াই বাজিমাত করবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে।

আর এই বুথ ফেরত সমীক্ষার ফল সামনে আসতেই জানা গেল কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী বিদেশ চলে গেছেন চিকিৎসার জন্য। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস সভানেত্রী দীর্ঘদিন ধরেই অসুস্থ। তিনি এবারের নির্বাচনের প্রচারে অংশই নেননি। এখন রুটিন চেক আপের জন্যই বিদেশে গিয়েছেন। ডাক্তারদের পরামর্শেই তাঁকে চেক আপের জন্য যেতে হয়েছে।


তিনি বিধানসভা নির্বাচনের ফলাফল বেরনোর দিনও দেশে থাকবেন না। এবারের নির্বাচনে রাহুল গাঁধীকেই সব দায়িত্ব সঁপে দিয়েছিলেন সনিয়া। তাঁর নেতৃত্বেই পাঁচ রাজ্যের নির্বাচন লড়েছে কংগ্রেস। এবার কংগ্রেসের হার জিতের দায় রাহুলকেই নিতে হবে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment