JanaSoftR

Thursday, 2 February 2017


ধূমপান ক্যানসারের কারণ৷ তবে গাঁজা সেবন কোনও মতেই ক্যানসার ডেকে আনতে পারে না৷ কারণ এটি নাকি ক্যানসরের কোষ নষ্ট করে দেয়৷ সাম্প্রতিক এক গবেষণা এমনটাই বলছে৷

এক জনপ্রিয় ব্রিটিশ দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যানসার আটকাতে গাঁজার প্রভাব মারাত্মক৷ মার্কিন গবেষণায় বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষামূলক ভাবে গাঁজা ব্যাবহার করে দেখা গিয়েছে এটি বিশেষ কিছু ধরণের ক্যানসারের কোষ নষ্ট করে দেয়৷ এছাড়া ক্যানসার কোষের আকৃতিও কমিয়ে দেয় গাঁজা৷ দেখা গিয়েছে মারিজুয়ানা গাছের নির্যাস মস্কিষ্কের টিউমারের আকার ছোট করে দেয়৷ ইঁদুরের উপর এটি ব্যবহার করে দেখা গিয়েছে, ক্যানসারের কোষ নষ্টও করে দেয় এটি৷

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে গাঁজার উপর সরকারি নিষেধাজ্ঞা নেই৷ তবে বিশ্বের বেশিরভাগ দেশেই এটিকে বেআইনী মাদহ হিসেবে ঘোষণা করা হয়েছে৷ তবে ক্যানসার চিকিৎসায় গাঁজার অবদানে বিজ্ঞানীরা অনেকটাই আশাবাদী৷ আপাতত মারিজুয়ানা গাছ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহারের পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন বিজ্ঞানীরা৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment