JanaSoftR

Tuesday, 21 February 2017

ট্রেনে বসে তাস ! জেলে যেতে হতে পারে


দূর কোথায় যাচ্ছেন। যেতে যেতে দেখলেন ট্রেনটা যেদিকে ঘুরছে সেই অ্যাঙ্গেল থেকে একটা সেলফি তো বানতা হ্যায় ! যেই মনে হল ওমনি তুলে নিলেন নিজের মুঠোফোনে। কিংবা ২৪ ঘণ্টার ট্রেন জার্নি। বই পড়ে বা গল্প করে কতটা সময় কাটে। তাই পার্টনার জুটিয়ে বসে পড়লেন ব্রিজ খেলতে। এইভাবে এতদিন কেটে যাচ্ছিল। কিন্তু, না এবার থেকে ট্রেনে বসে এইগুলি ইচ্ছেমতো করা আর হয়তো যাবে না। নিষেধ অমান্য করলে কপালে ফাইন বা জেলযাত্রাও জুটতে পারে।

ট্রেনজার্নির ফাঁকে কেউ কেউ একটু-আধটু সেলফি তোলা বা তাস খেললেও, কেউ কেউ এটাকে নিজেদের অভ্যাসে পরিণত করেছেন, বলাই চলে। কেউ কেউ তো আবার নিজের জন্মগত অধিকারে ! শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে দূরপাল্লার ট্রেনে এই বিষয়গুলি কম হলেও লোকাল ট্রেনগুলিতে কিছু সংখ্যক নিত্যযাত্রীর অতিরিক্ত সেলফিপ্রিয়তা ও তাসখেলার নেশায় নাভিশ্বাস উঠত অন্য যাত্রীদের। ট্রেনে বসার সিটের মাঝে থাকা দাঁড়ানোর জায়গায় কোমরে রুমাল বেঁধে চার জন মিলে তাস খেলার নেশা অন্য কারোর সমস্যা তৈরি করলেও ভ্রুক্ষেপ করত না কেউ। কিন্তু সেই দিন বদলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রেল। সূত্রের খবর, দুটি বিষয়কে এবার থেকে গুরুতর অপরাধ বলে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলদপ্তর। এরজন্য রেলওয়ে আইনে একটি সংশোধনী আনারও পরিকল্পনা করা হয়েছে।

রেলদপ্তর সূত্রে খবর, অনেকদিন ধরেই এই বিষয়ে প্রচুর অভিযোগ আসছিল। পাশাপাশি চলন্ত ট্রেনে সেলফি বা চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার প্রবণতার জন্য দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই অনেকের মৃত্যুও হয়েছে। তাই বিষয়টি কড়া হাতে নিয়ন্ত্রণ করতে এবার উদ্যোগী হচ্ছে রেল। আর সেলফি তোলার বিরুদ্ধে প্রথম আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে গুজরাত ডিভিশন থেকে। এরপরে দেশের বাকি ডিভিশনগুলিতেও একই জিনিস শুরু করা হবে। এই বিষয়ে আইন আগেও ছিল। কিন্ত, সেই আইন আরও কড়া করতে রেলের তরফে একটি প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্রদপ্তরের অনুমোদনের জন্য।

রেলদপ্তরের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, GRP ও RPF-কে এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। তাদের বলা হবে কেউ যদি ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সময়ে কিংবা ট্রেনের কামরা ও গেটে বা রেলওয়ের ট্র্যাকে দাঁড়িয়ে সেলফি তোলে- তাহলে আটক করে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে। পাশাপাশি যারা ট্রেনের মধ্যে তাস খেলতে গিয়ে ধরা পড়বেন তাঁদের বিরুদ্ধে রেলওয়ে আইনের ১৪৫ ধারা অনুযায়ী মাতলামি, গন্ডগোল সৃষ্টি করা ও অন্য যাত্রীদের অসুবিধা সৃষ্টির জন্য আটক করে ব্যবস্থা নেওয়া হবে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment