JanaSoftR

Friday, 17 February 2017

ঘনিষ্ঠ মুহূর্তে শ্রীদেবী কন্যা জাহ্নবী?


মুম্বই: বিটাউনে যথাযথভাবে প্রবেশ করার আগেই এদের অভ্যেস হয়ে গিয়েছে খবরের শিরোনামে থাকা। এরা হলেন বলিউডের স্টার কিডস্। শাহরুখ পুত্র আরিয়ান খান এবং সইফ কন্যা সারা খানের পর এবার শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর।


সম্প্রতি জাহ্নবীকে দেখা গিয়েছে এক পুরুষ বন্ধুর সঙ্গে। তবে পাপারাৎজিরা নয়। সে পুরুষ বন্ধুই শ্রীদেবী কন্যার সঙ্গে তোলা ছবি ইন্সটাগ্রামে আপলোড করেছেন।



সেই ছবিতে দু’জনকে বেশ ঘনিষ্ঠভাবে দেখার পর থেকেই টিনসেল টাউনে দু’জনকে নিয়ে গসিপ শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে চর্চা আরও বেশি হচ্ছে কারণ এই পুরুষ বন্ধুকে এরও আগে দেখা গিয়েছিল বলিউডের আরও এক স্টার-কিডের সঙ্গে, যিনি হলেন সইফ আলি খানের মেয়ে সারা খান। ব্যস! কিন্তু কে এই পুরুষ বন্ধু যাকে ঘিরে এত জল্পনা? তাঁর নাম হল ওরহান অওত্রামানি, যিনি পেশায় একজন মডেল। এই মডেলের ইন্সটাগ্রামে নজর রাখলেই বোঝা যাবে যে, মহিলা মহলে ওরহানের ভালোই খ্যাতি আছে। আর সেই মহিলাদের মধ্যে রয়েছেন বলিউডের স্টার কিডস্ -ও।

তবে অরহান কার সঙ্গে বেশি ঘনিষ্ঠ সারা নাকি জাহ্নবী তার উপরই নজর রাখছে এখন পাপারাৎজি।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment