JanaSoftR

Sunday, 5 February 2017

কালো টাকা রুখতে আরও বড়সড় পদক্ষেপ ‘মোদী’ সরকারের



নয়াদিল্লি:  কালো টাকা ঠেকাতে রাতারাতি নোট বাতিল করেছেন প্রধানমন্ত্রী মোদী। তা সত্যেও অনেকক্ষেত্রেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পাড় পেয়ে গিয়েছে কালোটাকার কারবারিরা। আর তাদের ঠেকাতে আরও বড়সড় পদক্ষেপ মোদীর। ইতিমধ্যে বাজেটে ঘোষণা করা হয়েছে যে ৩ লক্ষ টাকার উপর লেনদেনে আর ব্যবহার করা যাবে না নগদ। এবার সেই নিয়ম আরও কড়াকড়ি করছে কেন্দ্র।


নয়া এই নিয়মে ৩ লাখ টাকার ওপরে নগদ লেনদেন করলেই বিপুল টাকা জরিমানা দিতে হবে। যে টাকা লেনদেন করা হবে সেই টাকাই জরিমানা হিসেবে দিতে হবে। অর্থাৎ তিন লাখ টাকার বেশি নগদে লেনদের ধরা পড়লে জরিমানা করা হবে ৩ লাখ টাকা। শুধু যিনি লেনদেন করছেন তাঁকে এই বিপুল টাকা দিতে হবে না। যিনি নিচ্ছেন তাঁকেও এই বিপুল টাকা জরিমানা দিতে হবে। কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আধিয়া জানিয়েছেন, কালোটাকার কারবারিদের মোটা টাকা নগদে লেনদেন বন্ধ করার জন্যই নতুন আইন আনা হচ্ছে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা ‌যায় ‌যাদের কালোটাকা রয়েছে তারা অনেক সময়েই গহনা ও অন্যান্য দামি জিনিসপত্র কিনে তা খরচ করেন। ফলে তাদের নাগাল পায় না আয়কর দফতর। এবার থেকে তা আর হবে না।
আগামী ১ এপ্রিল থেকেই নয়া এই নিয়ম লাগু হতে চলেছে। এবার আর কি! নগদে লেনদেন করার আগে সাবধান। না হলে কিন্তু পকেট ফাঁকা হবেই।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment