নয়াদিল্লি: খুব তাড়াতাড়ি নতুন চেহারায় বাজারে আসছে ১০০ টাকার নোট। নতুন নোট দেখতে হবে মহাত্মা গান্ধী-২০০৫ সিরিজের মতোই। এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান গভর্নর উর্জিত পটেলের সই সম্বলিত নোটের দু’দিকের নম্বর প্যানেলে ইনসেট অক্ষরে লেখা থাকবে R। নম্বরের আকার হবে, ছোট থেকে বড়। নোটের উল্টোদিকে নোট ছাপানোর সাল হিসেবে ছাপা থাকবে- ২০১৭। নতুন নোট বাজারে এলেও চালু থাকবে পুরনো ১০০ টাকার নোট।
এদিকে, নতুন ২০ ও ৫০ টাকার নোটও বাজারে আসতে পারে বলে জানা গেছে।
0 comments:
Post a Comment