JanaSoftR

Saturday, 11 February 2017

নোট বাতিলে ‘ফেঁসে’ আত্মহত্যা ব্যাংক কর্মীর



হাওড়া:  উলুবেড়িয়ার ফুলেশ্বর স্টেশনের পাশ থেকে উদ্ধার নিখোঁজ ব্যাঙ্ককর্মী রজত চৌধুরীর দেহ। পারিবারিক সূত্রে খবর, গতকাল শুক্রবার মোটরবাইক নিয়ে তিনি বাড়ির বাইরে বেরিয়েছিলেন। এরপরে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। আজ শনিবার রজতবাবুর দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন রজতবাবু৷
উলুবেড়িয়ার বাণীবন এলাকার বাসিন্দা রজত চৌধুরীর দেহ উদ্ধার হলেও বাইকটি পাওয়া যায়নি। সোস্যাল মিডিয়ায় তিনি গতকাল একটা পোষ্ট করেছিলেন তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। এর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রেললাইনের ধার থেকে রজতবাবুর মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া ফুলেশবর স্টেশনের কাছেই। তিনি উলুবেড়িয়ার একটি ব্যাঙ্কের অস্থায়ী কর্মী ছিলেন।


জানা যায়, নোট বাতিলের পর ওই ব্যাঙ্ক থেকে প্রচুর পরিমাণ বাতিল নোট সাদা করা হয়েছিল। আর তাতে যোগসাজশের অভিযোগ ছিল ওই ব্যাঙ্কের কয়েকজনের। কিন্তু পরবর্তী সময়ে রজতবাবুকে এই বিষয়ে ফাঁসিয়ে দেবার চক্রান্ত করা হয় বলে অভিযোগ। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে হতাশায় ছিলেন। শেষমেশ গতকাল ফেসবুকে এই সমস্ত ঘটনার কথা লিখে একটি পোষ্ট করেন। এর ২৪ ঘন্টার মধ্যেই রজতবাবুর মৃতদেহ উদ্ধার হয় ফুলেশ্বর স্টেশনের কাছ থেকে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment