JanaSoftR

Monday, 27 February 2017

আমার ‘ওখানে’ হাত দেবে না একদম



বুঝুন কাণ্ড৷ লাস্যময়ীর সর্বাঙ্গ দর্শনে আপত্তি নেই কিছু৷ শুধু তার আকর্ষণীয় নিতম্বে হাত রাখাতেই যত আপত্তি৷ আদর করে বিকিনি মডেলের সুন্দর নিতম্বে হাত বুলিয়ে দিয়েছিলেন এক যুবক৷ ক্ষণিকের স্বর্গীয় আনন্দ৷ হয়তো ভেবেও নিয়েছিলেন স্বর্গের নন্দন কাননে বসে ….!

সুখের স্বপ্নে আচমকা কিল চড়ের ঝড়৷ ততক্ষণে ক্ষেপে গিয়েছেন বিকিনি মডেল৷ কেন তুমি আমার নিতম্বে হাত দিয়েছ? এই প্রশ্ন করে ওই যুবককে চড়.কিল মারতে শুরু করেন৷ সুঠাম দেহের বিকিনি সুন্দরীর হাতে মার খেয়ে কিছুই করার ছিল না যুবকের৷

ঘটনা ব্রাজিলের৷ যেখানে বিকিনি খুবই সাধারণ বিষয়৷ একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিকিনি পরে শো করছিলেন ওই মডেল৷ তখনই তাঁর নিতম্বে হাত বুলিয়ে দেন সঞ্চালনের সঙ্গে যুক্ত এক যুবক৷ বাকিটা ধরা পড়েছে চিত্রগ্রাহকদের ক্যামেরায়৷

দেখুন সেই ভিডিও ফুটেজ


JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment