যারা শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড রাখেন তাদের জন্য আলাদা রকমের রেশন কার্ড তৈরী করবে রাজ্য সরকার। ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কাজে সমীক্ষা করতে গিয়ে রাজ্য জানতে পেরেছে যে এরকম গ্রাহক সংখ্যায় অনেক আছে যারা রেশন কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করে কিন্তু রেশনের চাল গম নেন না।
এবার তাদের জন্য নীল রঙের ডিজিটাল রেশন কার্ড বানানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। পরিচয়পত্র হিসেবে তা যাতে গ্রাহকের পছন্দ হয়, সে ভাবেই বানানো হবে। বাড়তি লাভ হলো ওই কার্ডে কেরোসিন তেল মিলবে। নীল রঙের ওই কার্ডের উপরে লেখা থাকবে ' নট ফর ফুড গ্রেনস্, ওনলি ফর কেরোসিন। '
খাদ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে এমন অনেক বাসিন্দা রয়েছেন যাঁরা রেশনের চাল, গম নিতে চান না।
এর মধ্যে কলকাতা শহরে তার সংখ্যাটা সবচেয়ে বেশি। শুধুই পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড রাখেন তাঁরা। খাদ্য দফতরের এক আধিকারিক সোমবার জানান, ডিজিটাল রেশন কার্ডের জন্য এখন সমীক্ষা চলছে। সেই পর্ব সম্পন্ন হলে নীল কার্ডের প্রস্তুতি পর্ব শুরু হবে।
খাদ্য দফতর সূত্রের খবর, রাজ্যে প্রায় ৯ কোটি বাসিন্দার সাদা রেশন কার্ড রয়েছে। ওই কার্ডধারী গ্রাহকদের অনেকেই রেশনে খাদ্য শস্য নেন না। দেখা যায়, তাঁদের জন্য বরাদ্দ খাদ্য শস্য রেশনের ডিলার তুলে নিচ্ছেন। ভর্তুকি দিয়েই সেই খাদ্য শস্য রেশন ডিলারকে দিতে হয়। এ দিকে, যাঁদের জন্য তা বরাদ্দ করা হয়, তাঁরাই ওই খাদ্য শস্য নেন না। ফলে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে।
খাদ্য দফতর সূত্রে খবর, অনিচ্ছুক গ্রাহকদের মধ্যে ভর্তুকির খাদ্যশস্য না নেওয়ার প্রবণতা বাড়াতেই নীল কার্ড প্রক্রিয়ার সিদ্ধান্ত হয়েছে। নীল কার্ড হাতে দেওয়ার পরেই গ্রাহকদের সাদা কার্ড ফেরত নেওয়া হবে।
0 comments:
Post a Comment