প্যারিস: ফ্রান্সের পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে৷ ঘটনায় জখম কয়েকজন৷ ঘটনাস্থল ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ফ্ল্যাম্যানভিলের পরমাণু কেন্দ্রে এই বিস্ফোরণ জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম৷ সংবাদে আলোড়িত দুনিয়া৷ বিস্ফোরণের জেরে আশঙ্কার কিছু নেই৷ জানাল ফ্রান্স সরকার৷ ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, জখমের সংখ্যা পাঁচ৷
Thursday, 9 February 2017
BREAKING: ফ্রান্সের পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ
প্যারিস: ফ্রান্সের পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে৷ ঘটনায় জখম কয়েকজন৷ ঘটনাস্থল ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ফ্ল্যাম্যানভিলের পরমাণু কেন্দ্রে এই বিস্ফোরণ জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম৷ সংবাদে আলোড়িত দুনিয়া৷ বিস্ফোরণের জেরে আশঙ্কার কিছু নেই৷ জানাল ফ্রান্স সরকার৷ ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, জখমের সংখ্যা পাঁচ৷
0 comments:
Post a Comment