JanaSoftR

Monday, 27 February 2017

এসে গেল ZTE-র হাত ধরে বিশ্বের প্রথম ৫জি ফোন


 বাজারে ভবিষ্যত প্রজন্মের স্মার্টফোন আনল চিনা টেলিকম সংস্থা ZTE। অত্যাধুনিক প্রযুক্তির এই ফোনটি ৫জি মোবাইল পরিষেবা ব্যবহারের উপযুক্ত।

 রবিবার স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত বিশ্ব মোবাইল সম্মেলনে ZTE-এর এই নতুন গিগাবিট স্মার্টফোনের সাহায্যে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভার্চুয়াল রিয়েলিটি ভিডিয়ো এবং হাইফাই মিউজিক ও ভিডিয়োর দ্রুত ডাউনলোড প্রদর্শন করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, গিগাবিট ফোনের ডাউনলোড স্পিড প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট, অর্থাত্‍ চলতি ৪জি স্মার্টফোনের চেয়ে ১০ গুণ দ্রুত এই ফোন।

 ZTE-র এক মুখপাত্র জানিয়েছেন, 'নতুন ফোনটি স্মার্টফোন ব্যবহারের প্রচলিত ধারণা আমূল পাল্টে দেবে। ZTE-র আগামী কর্মসূচি জুড়ে থাকবে ৫জি প্রযুক্তি।'



 ২০২০ সাল নাগাদ বাণিজ্যিক ভাবে ৫জি পরিষেবা চালু হতে চলেছে। তার আগে ২০১৮ সালের শীতে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা কে টি কর্প। ইতোমধ্যে বিশ্বের তাবড় প্রযুক্তি সংস্থা ৫জি কম্প্যাটিবল স্মার্টফোন ও ডিভাইস তৈরির দৌড়ে সামিল হয়েছে।

 উল্লেখ্য, ১৯৮৫ সালে স্থাপিত ZTE টেলিকম সামগ্রী ও পরিষেবা বিপণন করে এবং বিশ্বের ১৬০টি দেশজুড়ে তাদের গ্রাহক রয়েছে। এমনকি খোদ আমেরিকাতেও সংস্থা নির্মাত স্মার্টফোনের চাহিদা রয়েছে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment