রিয়াধ: সৌদি আরব থেকে গত চার মাসে প্রায় ৪০ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি সৌদি গেজেটে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে।
সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক আধিকারিককে ‘কোট’ করে সৌদি গেজেট জানিয়েছে, কর্মক্ষেত্র ও বাসস্থানের নিয়ম লঙ্ঘন করায় পাকিস্তানিদের ফেরত পাঠানো হয়েছে। শুধু তাই নয়, প্রতিবেদনে প্রকাশিত খবর মোতাবেক, সৌদি আরবে থাকা বেশ কয়েকজন পাকিস্তানির বিরুদ্ধে আইএসের সঙ্গে যোগসাজস থাকারও প্রমাণ এসেছে। এরপরেই বেশ কয়েকজনকে পাকিস্তানের পাঠানো হয়েছে। পাশাপাশি মাদক পাচার, চুরি ও জালিয়াতি এবং শারীরিকভাবে হেনস্থারও বেশ কিছু অভিযোগ রয়েছে একাধিক পাকিস্তানীর বিরুদ্ধে। তাঁদের সবাইকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি আরবের শুরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল-সাদান মনে করেন, পাকিস্তানিদের কাজে নিয়োগ দেওয়ার আগে তাদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে নেওয়া উচিত। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সন্ত্রাস ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সন্দেহভাজন ৮২ জন পাকিস্তানিকে জেলহাজতে রাখা হয়েছে। সম্প্রতি সেই দেশে বেশ কিছু জায়গায় অশান্তি ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানি মহিলা সহ পাকিস্তানীকে জেলে রাখা হয়েছে।
জানা গিয়েছে, আগামিদিনে অপরাধ এবং সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার অপরাধে আরও বেশ কয়েকজন পাকিস্তানিকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াধ সরকার।
0 comments:
Post a Comment