রামজশ কলেজে আইসা ও এবিভিপি ছাত্র সংগঠনের সংঘর্ষের ঘটনার পর ফেসবুকে প্রতিবাদে সরব হয়েছিলেন শ্রীরাম কলেজের ছাত্রী গুরমহর কৌর। প্ল্যাকার্ড হাতে নিয়ে নিজের প্রোফাইল দিয়েছেন তিনি। প্ল্যাকার্ডে লেখা, ‘আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এবিভিপি-কে ভয় পাই না। অন্য ছাত্রছাত্রীরাও তাদের ভয় পায় না’। #StudenstAgainstAbvp নামে ক্যাম্পেনও শুরু করেছেন। তিনি কার্গিল শহিদ ক্যাপ্টেন মনদীপ সিংয়ের মেয়ে।
এর মধ্যে আবার গতবছরের মে মাসে তোলা তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে ওই ছাত্রী দাবি করেছেন, পাকিস্তান তাঁর বাবাকে মারেনি। যুদ্ধ মেরেছে।
এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়। ট্যুইটারে খানিকটা ব্যঙ্গের সুরেই ওই ছাত্রীকে জবাব দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। প্যাকার্ড নিয়ে ছবি পোস্ট করছেন। তাতে লেখা, ‘জোড়া ত্রিপল সেঞ্চুরি আমি করিনি। করেছে আমার ব্যাট’। সহবাগ কাকে নিশানা করেছেন, তা স্পষ্ট।
শুধু সহবাগই নন, আরও অনেকেই ওই ছাত্রীর সমালোচনা করেছেন।
0 comments:
Post a Comment