JanaSoftR

Wednesday, 1 February 2017

রেলের জন্য কি বরাদ্দ হল সাধারণ বাজেটে? দেখে নিন এক ঝলকে


দেখে নেওয়া যাক কী কী রয়েছে রেলের জন্য:

১. মেট্রো রেলের জন্য চালু হচ্ছে নয়া নীতি, যাতে বাড়বে কর্মসংস্থান।

২. আগামী পাঁচ বছরের জন্য রেল সুরক্ষা ফান্ডে বরাদ্দ ১ লক্ষ কোটি টাকা। চালু হবে কোচ-মিত্র প্রকল্প।

৩. পর্যটন ও তীর্থযাত্রার জন্য বিশেষ ট্রেন চালানো হবে।

৪. ২০১৭-১৮ অর্থবর্ষে ২৫টি স্টেশনকে পুরস্কৃত করা হবে।

৫. দেশের ৫০০টি স্টেশনকে প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে তৈরি করা হবে। চালু করা হবে লিফট ও এসকালেটর।

৬. অনলাইনে টিকিট বুকিং-এ তুলে নেওয়া হচ্ছে সার্ভিস চার্জ।

৭. ২০২০-র মধ্যে তুলে দেওয়া হবে সব প্রহরীবিহীন লেভেল ক্রসিং।

৮. রেলের জন্য বরাদ্দ ১.৩১ লক্ষ কোটি। যার মধ্যে সরকারি অনুদান ৫৫০০০ কোটি।

৯. ২০১৭-১৮ অর্থবর্ষে তৈরি হবে ৩৫০০ কিলোমিটার রেল লাইন।

১০. ট্রেনের সব কোচে থাকবে বায়ো টয়লেট।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment