JanaSoftR

Thursday, 23 February 2017

১ লক্ষ টাকা ঋণে ঋণগ্রহীতাকে শোধ করতে হবে মাত্র ৫০ হাজার টাকা


কলকাতা:  রাজ্যের বেকার ‌যুবক ‌যুবতীদের স্বনির্ভর করতে নতুন প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার। স্বনির্ভর ও স্বনি‌যুক্তি দফতরের এই প্রকল্প চালু হলে বেকার ‌যুবক ‌যুবতীরা বিশেষ সুবিধা পাবেন। জেলায় জেলায় নতুন ব্যবসা শুরুতে উৎসাহ দিতেই এই প্রকল্প জানিয়েছেন দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে।

সাধনবাবু জানিয়েছেন, স্বনির্ভর দফতর এবারের বাজেটে ৫০ কোটি টাকা পেয়েছে। এই টাকায় ‘মুক্তিধারা’ নামে একটি স্কিম চালু করতে চলেছে সরকার। তাতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে কেউ ঋণ নিলে তাতে ৩০ শতাংশ ভর্তুকি দেবে সরকার। অর্থাৎ ১ লক্ষ টাকা ঋণে ঋণগ্রহীতাকে শোধ করতে হবে মাত্র ৫০ হাজার টাকা। এই প্রকল্পে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন এক ব্যক্তি। সেক্ষেত্রে তাঁকে ফেরত দিতে হবে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা।

বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য দেওয়া হবে এই ঋণ। সাধনবাবুর কথায়, রাজ্য সরকারের পক্ষে সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। তাই এই প্রকল্প। এর আগে রাজ্য সরকারের একাধিক প্রকল্প বেশ সাড়া ফেলেছে। এর মধ্যে সবার আগে রয়েছে ‘কন্যাশ্রী’। এই প্রকল্পের ফলে রাজ্যে বাল্যবিবাহ অনেক কমেছে বলে দাবি সরকারের।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment